নরসিংদীর রায়পুরায় বৈদ্যুতিক তার থেকে পাটভর্তি একটি ট্রাকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের কর্মীদের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে ছাই হয়ে যায় ট্রাকে থাকা সমস্ত পাট। মালিক পক্ষের দাবি, এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রায়পুরা বাজারের পাশে ব্রিজের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাতে পান্থশালা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী একটি পাট বোঝাই ট্রাক আসছিল। আনুমানিক ১১টন পাট বোঝাই ট্রাকটা রায়পুরা বাজার এলাকায় পৌঁছলে ঝুলে থাকা বৈদ্যুতিক তার থেকে ট্রাকে থাকা পাটে আগুন লাগে যায়। পাটে লাগা আগুনের লেলিহান শিখা মূহুর্তেই পুরো পাটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রায়পুরা ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ট্রাকটিকে অক্ষত অবস্থায় ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়েছে।
রায়পুরা ফায়ার সার্ভিসের সাব অফিসার ফারুক আহমেদ দৈনিক খবর সংযোগ কে বলেন, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়। চলন্ত ট্রাকের সঙ্গে বিদ্যুতের তার ছিড়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল।