বগুড়ার ৪ স্থানে ইসতিসকার নামাজ আদায়

বৃষ্টির আশায় তীব্র রোদে বগুড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৪টি মাঠে ইসতিসকার নামাজ আদায় হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৮টার দিকে একযোগে শহরের চারটি মাঠে এ নামাজের আয়োজন করে দলটি। বেলা ১২টার দিকে বগুড়া শহরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

bogura2

জামায়াতে ইসলামীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের গোদারপাড়া মাঠে শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হুসাইনের ইমামতিতে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় করা হয়। নামাজের আগে বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম ও ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এই নামাজে জামায়াতে ইসলামী শহর শাখার সেক্রেটারি অধ্যাপক আ. স. ম আব্দুল মালেকসহ দলটির ৫০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এছাড়া জামায়াতের উদ্যোগে শহরের টিএমএসএস ঈদগাহ মাঠে মাওলানা আব্দুল হালিম বেগ, নিশ্চিন্তপুর দাখিল মাদরাসা মাঠে মাওলানা আব্দুল জলিল ও নারুলী ঈদগাহ মাঠে অধ্যাপক মাওলানা আব্দুর রাজ্জাকের ইমামতিতে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয় বলে জানানো হয়েছে।