ঢাকার ধামরাইয়ে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মে) উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ও সূতিপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিআইয়ের সার্বিক ব্যবস্থাপনায় এবং কালামপুর এলাকায় সজাগ সেন্টারে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো. আব্দুল্লা আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি নির্বাহী পরিচালক (এমআরএ) মো. নূরের আলম মেহেদী, এসডিআইয়ের নির্বাহী পরিচালক সামছুল হক।
প্রধান অতিথি বেনজীর আহমদ বলেন, এ সর্বজনীন পেনশন স্কিমটি সরকারি ব্যবস্থা। এটি সম্পূর্ণ প্রধানমন্ত্রীর উদ্যোগ। আপনার জমানো টাকা আপনার ভবিষ্যতের জন্যই। পরে তিনি এসডিআইয়ে সর্বজনীন পেনশন স্কিমের একটি রেজিষ্ট্রেশন বুথ উদ্বোধন করেন।
এসময় বেসরকারি উন্নয়ন সংস্থা কর্মকর্তা ও সাধারণ সদস্য এবং বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।