খুলনার উপকূলীয় চার উপজেলার ৯৫ পয়েন্টে ১৬ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত বাঁধ খুব শিগগিরই সংস্কার করা হবে বলে জানিয়েছেন খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম। খুলনার দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া বাজারে রিমালের প্রলয়ংকারী তাণ্ডবে দুটি স্থানে বাঁধ ধসে আশপাশের ৭টি গ্রাম এখন পানির নিচে।
এই ওয়ার্ডের ইউপি সদস্য সঞ্জয় সরদার বলেন, জাইকার মাধ্যমে এলাকায় বাঁধের সংস্কারের প্রকল্প এসেছে কয়েক মাস আগে। এতবার অনুরোধ করলাম, এখানের একশ মিটার মাত্র এই বাঁধটি আগে সংস্কার করতে, কোনো কথা শুনল না। ফলে রিমাল শেষ করে দিল সবকিছু। মন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যানরা আসছেন। এসে কী করবেন, সময়মতো কাজ না করলে এই এলাকা নদীতে বিলীন হতে আর সময় লাগবে না। তাই অস্তিত্ব রক্ষায় এলাকার মানুষ নিজেরাই বাঁধ মেরামতের দায়িত্ব কাঁধে নিয়েছেন।
সরেজমিন তিলডাঙ্গা ইউনিয়নে দেখা যায়, কয়েকশ স্থানীয় মানুষ বাঁধ মেরামতের কাজ করছেন। বটবুনিয়া বাজার, কামনিবাসিয়ায় ঢাকি নদীর তীরে, পানখালি-খালসি এলাকায় পশুর নদের তীরসহ আশপাশে কয়েকটি স্থানে বাঁধ ভেঙে প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়েছে।
শুধু দাকোপ নয়, ঘূর্ণিঝড় রিমালের আঘাতে খুলনার দাকোপ, পাইকগাছা ও কয়রার ৫৫ পয়েন্টে বাঁধে ভাঙন ও বাঁধ উপচে পানি প্রবেশ করেছে লোকালয়ে। লবণাক্ত পানিতে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। ঝড়ের দিন রাতে জোয়ারের চাপে কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের সিংহেরকোণা, মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া ও উত্তর বেদকাশি ইউনিয়নের তিনটি স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে লবণ পানি প্রবেশ করেছে।
খুলনার পাইকগাছায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ৬টি ইউনিয়নের অন্তত ২০টি স্থানে নদীর বাঁধ ভেঙে গেছে। এতে প্লাবিত হয়েছে অর্ধ শতাধিক গ্রাম।
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহেরা নাজনীন জানান, উপজেলায় প্রায় দেড় লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ২১টি স্থানে বাঁধ ভেঙেছে।
খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, খুলনার উপকূলীয় চার উপজেলার ৯৫ পয়েন্টে ১৬ কিলোমিটার বাধঁ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, একই ঝড়ে তিন বার জোয়ার ভাটা হয়েছে। সুতরাং ঝড়ের আগে বটবুনিয়ায় কিছু করার ছিল না। এরপরেও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। ক্ষতিগ্রস্ত বাঁধ খুব শিগগিরই সংস্কার করা হবে বলে আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই শীর্ষ কর্মকর্তা।