নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় দূর্গম চরাঞ্চলের বাঁশগাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার স্বপন মিয়ার লাশ উদ্ধার করেছেন পুলিশ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে নিহতের পরিবারের অভিযোগ।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জোর বিলার নদীর বড় ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের স্ত্রী রীনার অভিযোগ, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাঁশগাড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন এবং সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল হকের বিরোধ চলে আসছিল। এ নিয়ে হতাহতের ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলাও হয়েছে। নিহত স্বপন ছিল আশরাফুল হকের সমর্থিত।
তিনি আরও বলেন, বেশ কয়েকদিন ধরে স্বপন বাড়ি থেকে পালিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে রাত্রিযাপন করত। এরই জের ধরে শুক্রবার রাত ১২টার দিকে প্রতিপক্ষের আনুমানিক ১২/১৫ জনের একটি দল বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে বাড়ির পাশের জোর বিলার নদীর বড় ঘাটে নিয়ে হত্যা করে। গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নিহত ৩ জনের একজন ছিল স্বপনের ছোট ভাই দুলাল।
প্রতিপক্ষ বর্তমান চেয়ারম্যান মো. জাকির হোসেনকে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।
এ ব্যাপারে রায়পুরা থানার ওসি মো. আজিজুর রহমান জানান, নিহতের পারিবারিক তথ্য মতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বর্তমান ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের লোকজন স্বপনকে হত্যা করেছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে।