৬ দিন বন্ধ ভোমরা স্থলবন্দর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ছয় দিন বন্ধ থাকবে। বুধবার (৯ অক্টোবর) থেকে সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত সরকারি ছুটির সঙ্গে মিল রেখে কার্যক্রম বন্ধ রাখার কথা জানিয়েছে ভারত ও বাংলাদেশের ব্যবসায়ী সংগঠন।

ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য মাকসুদ খান জানান, সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব দুর্গাপূজা উপলক্ষে পাথরসহ সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য আগামী ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত মোট ছয় দিন বন্ধ থাকবে। একই সঙ্গে আগামী ১৫ অক্টোবর থেকে বন্দরের কার্যক্রম পুনরায় স্বাভাবিক হবে।

ভারত ও বাংলাদেশের ব্যববসায়ীদের মধ্যে আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানান,  রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রীর নিয়মিত যাতায়াত করতে পারবে।