সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে ভারতীয় ৪২ বস্তা চিনি ও একটি ইঞ্জিনচালিত নৌকাসহ দুই জনকে আটক করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে কোম্পানীগঞ্জ থানা পুলিশের মিডিয়া অফিসার মাসুদ আহমেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন- উপজেলার বিজয় পাড়ুয়া হাওর এলাকার কুতুব উদ্দিন (২৪) ও মো. আলাউদ্দিন (২৫)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খবর পেয়ে মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার ফেঁদারগাঁও এলাকায় পিয়াইন নদীর দক্ষিণপাড়ে অভিযান চালায় পুলিশ। এ সময় ভারতীয় চিনিসহ ওই দুইজনকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা অজ্ঞাতনামা এক ব্যক্তির সহযোগিতায় চোরাচালানের মাধ্যমে চিনি ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।