গাইবান্ধায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৩০

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ২০টি মোটরসাইকেল।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার সাঘাটা বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক আর থমথমে অবস্থা বিরাজ করছে।  

স্থানীয়রা জানান, দুপুরে উপজেলা জামায়াত নেতা-কর্মীরা লাঠি হাতে মিছিল বের করেন। মিছিলটি সাঘাটাবাজার এলাকায় এলে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে জামায়াত নেতা-কর্মীদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি ও হামলার ঘটনা ঘটে। এ সময় ভাঙচুর করা হয় অন্তত ২০টি মোটরসাইকেল। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, হামলার ঘটনায় উভয়দলের ১০ নেতা-কর্মী আহত ও পাঁচ-সাতটি মোটরসাইকেল ভাঙচুরের তথ্য জানা গেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।