কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ডুবে নিখোঁজের ৪২ ঘণ্টা পর দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে নদীতে গোসল করতে নেমে ডুবে যায় ওই দুই পর্যটক।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার চিৎমরম ইউনিয়নের কর্ণফুলী নদীর সীতার ঘাট অংশে নিখোঁজ পর্যটক প্রিয়ন্ত দাশ ও শাওন দত্তের মরদেহ ভেসে উঠে।
কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউপি সদস্য মো. সরোয়ার হোসেন বলেন, চট্টগ্রাম শহর থেকে আসা, ৯ জনের একটি পর্যটক দল কাপ্তাইয়ের কর্নফুলী নদীর সীতার ঘাটে বোট নিয়ে আসে। পরে দুপুরে তাদের মধ্যে থেকে ৩ জন নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে প্রিয়ন্ত দে ও শাওন দত্ত নদীতে ডুবে নিখোঁজ হন। আজ সকাল সাড়ে ৭টার দিকে একই স্থানে তাদের ভেসে উঠেছে।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ বলেন, নদীতে ডুবে নিখোঁজ দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ও থানায় খবর দেওয়া হয়েছে। তারা এসে আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে।
চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।