মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে ও দুর্ঘটনা প্রতিরোধে থ্রি হুইলার যানবাহনের মালিক ও চালকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ।
হাইওয়ে পুলিশ, বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. শহীদ উল্ল্যাহর নির্দেশে বুধবার (২৫ ডিসেম্বর) শেরপুর উপজেলার মির্জাপুর বাজারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মহাসড়কে থ্রি হুইলার ব্যবহারে এর মালিক ও চালকদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর (নি:) মোঃ আজিজুল ইসলাম।
এ সময় ইন্সপেক্টর (নি:) মো. আজিজুল ইসলাম বলেন, আপনারা সকলেই জানেন, মহাসড়কে থ্রি হুইলার সিএনজি, নসিমন, করিমন, ভডভডি, ইজি বাইক, মোটর চালিত রিকশা বা ভ্যান চলাচল আইনত অপরাধ। এসব যান মহাসড়কে চলার কারণে মহাসড়কের শৃঙ্খলা বিঘ্নিত হয় ও দুর্ঘটনা ঘটে। আপনারা চলাচলের জন্য মহাসড়কের সার্ভিস লেন ব্যবহার করতে পারেন। মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশে আপনাদের সাথে আমরা এই সভা করছি। এর আগেও মহাসড়কে থ্রি হুইলার ব্যবহার বিষয়ে আমরা সচেতনতামূলক ক্যাম্পেইন করেছি। আমরা আশা করছি, আপনারা মহাসড়ক ব্যবহারে সচেতন হবেন।
তিনি আরও বলেন, মহাসড়কের শৃঙ্খলা রক্ষা ও আইন মেনে চলার জন্য আমরা সকল প্রকার থ্রি হুইলার যানবাহন মহাসড়ক পরিহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। কেউ যদি আইন অমান্য করে মহাসড়কে থ্রি হুইলার চালায় তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
মতবিনিময় সভায় শেরপুর হাইওয়ে পুলিশের অন্যান্য সদস্যরা ছাড়াও থ্রি হুইলারের শতাধিক মালিক ও চালক উপস্থিত ছিলেন।