রাঙ্গামাটিতে ইউপিডিএফের আস্তানায় অভিযান, নিহত ১

রাঙ্গামাটির নানিয়ারচরের পেরাছড়া এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ, মূল) এর গোপন আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত হন এক ইউপিডিএফের সদস্য।
 
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী এ অভিযান চালায় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।  

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, সেনাবাহিনী তল্লাশি অভিযান শুরু করলে তাদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় ইউপিডিএফ সদস্যরা। পরে সেনাবাহিনী গুলি বিনিময় করলে ঘটনাস্থলেই এক ইউপিডিএফ সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হন। বাকিরা গহীন জঙ্গলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে তাদের ব্যবহৃত একটি রাইফেল (এম-১৬), দুই রাউন্ড এমজি/স্নাইপার এ্যমোনিশন, ৯০ রাউন্ড রাইফেল এ্যমোনিশন, ওয়াকি-টকি সেট ও ১২টি মোবাইল ফোনসহ কিছু সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনী।