দুই মাথা-তিন পা নিয়ে জন্ম নেওয়া সেই শিশু মারা গেছে

মাগুরার শ্রীপুরে জন্ম নেওয়া জোড়া লাগানো সেই শিশুরা মারা গেছে। অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে শুক্রবার (৩ জানুয়ারি) সকালে হাসপাতাল থেকে শিশু দুটিকে নিয়ে গ্রামের বাড়ি ফেরার পথে হামিদ খাঁ ও মিতা বেগমের ঘরে জন্ম নেওয়া শিশু দুটি মারা যায়।

এর আগে, গত ২৮ ডিসেম্বর রাত ১টার দিকে মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চর চৌগাছি গ্রামে নিজ বাড়িতে ২টি মাথা, ৪টি হাত, ৩টি পা, ১টি পেট ও নাভী, ১ পায়ে ৮টি আঙ্গুল নিয়ে অস্বাভাবিক জোড়া লাগানো পুত্র শিশু জন্মগ্রহণ করে। পরিবারের সদস্যরা শিশু দুটির নাম রাখেন হাসান এবং হুসাইন।

শিশুর বাবা হামিদ খাঁ বলেন, জোড়া লাগানো পুত্র শিশু জন্মের পর প্রথমে স্থানীয়  উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে (দারিয়াপুর) নিয়ে যাই। পরে মাগুরা শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখাই। তিনি ফরিদপুর শিশু হাসপাতালে যেতে বলেন। ফরিদপুর থেকে আমাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পরামর্শ দেন। বৃহস্পতিবার ঢাকা শ্যামলী শিশু হাসপাতালে নেওয়ার পর ডাক্তার দেখাই। ডাক্তাররা হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিলেও অর্থের অভাবে শুক্রবার সকালে বাড়ি রওনা হই। পথে শিশু দুটি মারা যায়।

এশার নামাজের পর দারিয়াপুর ইউনিয়নের ঘসিয়াল-চর চৌগাছী ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে ঘসিয়াল-চর চৌগাছী সম্মিলিত কবরস্থানে দাফন করা হয়।