রাজশাহীতে অতিথি পাখি শিকারের অপরাধে এক ব্যক্তিকে তিন দেনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে রাজশাহী বন বিভাগ ও নৌ পুলিশের যৌথ অভিযান চালিয়ে নগরীর শ্রীরামপুর এলাকায় থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে চারটি মৃত পাতি তিলিহাঁস ও প্রায় ৩০০ মিটার কারেন্ট জাল জব্দ কার হয়েছে।
দণ্ডপ্রাপ্ত লিটন হোসেন নগরীর শ্রীরামপুর এলাকার মৃত তাজি মণ্ডলের ছেলে।
রাজশাহী বন বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, আমরা রাজশাহীর পদ্মার চরে প্রায়ই অভিযান চালাই। প্রতিনিয়িতই সেখানে অতিথি পাখির ডেড বডি পেয়ে থাকি। এরপর আমরা সোর্সের সঙ্গে কথা বলি। সোমবার সন্ধ্যায় বিষ টোপ দেয়া হয়েছে বলে জানান তিনি। তার দেয়া তথ্যের ভিত্তিতেই আমরা অভিযান চালাই এবং পাখিসহ লিটনকে আটক করি। পরে জেলা প্রশাসনকে জানালে তারা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠান। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক জামান জানান, রাজশাহী বন বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক ও নৌ পুলিশ যৌথ অভিযান চালিয়ে লিটনকে হাঁসসহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন দিনের কারাদণ্ড দেয়া হয়। একই সাথে উদ্ধারকৃত অবৈধ্য জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।