অপারেশন ডেভিল হান্ট অভিযানে রাঙামাটি ও চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের ২১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২ থেকে ভোর ৫টা পর্যন্ত চলা এ অভিযানে দুই জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
প্রতিনিধিদের তথ্য অনুযায়ী উল্লেখযোগ্য আটককৃতরা হলেন- রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক মো. সাইদুজ্জামান পাপ্পু, রাঙামাটি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মনছুর আলী, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহজালাল মাঝি, ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাওলা মিয়া, চুয়াডাঙ্গা সদর উপজেলার ছাত্রলীগের সক্রিয় কর্মী আবির হাসান (১৯), জেলার আলমডাঙ্গা উপজেলার আঁইলহাস ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন (৫৫), জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি জহির হক (৪১) ও দর্শনা পৌর এলাকার ৫নম্বর ওয়ার্ড পৌর যুবলীগের সহ-সভাপতি সোহেল রানা ওরফে বডি সোহেল (৩৫)।
রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. সাহেদ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার অভিযান পরিচালনা করে জেলা শহরের বনরূপা কাটাপাহাড়ের নিজবাসা থেকে নিষিদ্ধ সংগঠন রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক মো. সাইদুজ্জামান পাপ্পুকে আটক করা হয়েছে। ওই রাতে শহরের তবলছড়ির স্বর্ণটিলা এলাকায় অভিযান দিয়ে পৌর আওয়ামী লীগের সদস্য ইয়াছিন ভান্ডারিকে করা হয়।
তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।