১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি, এই দিনে ভাষার জন্য বাংলার দামাল ছেলেরা জীবন দিয়েছে। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে প্রতি বছর এই দিনে সারাদেশে নানা আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়ে আসছে।
সেই ধারাবাহিকতায় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের নানা স্থানে নানা শ্রেণি পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন।
মাদারীপুর
মাদারীপুর জেলা প্রশাসক, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপিসহ রাজনৈতিক-সামাজিক নানা সংগঠনের উদ্যোগে নানা আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে সমন্বিত সরকারি ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা, ভাষাসৈনিক পরিবারবর্গকে সংবর্ধনা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকালে শহীদ মিনার চত্বর থেকে প্রভাতফেরী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে মাদারীপুর সরকারী কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
গোপালগঞ্জ
গোপালগঞ্জে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষা শহীদ দিবস। দিবসটি উপলক্ষে রাত বারোটা এক মিনিটে গোপালগঞ্জে কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। রাত বারোটা এক মিনিটে প্রথমে গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানসহ জেলা প্রশাসন এরপর পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ পুলিশ বাহীনির সদস্য গন ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, প্রেসক্লাব গোপালগঞ্জ, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন, গোপালগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাব, এপেক্স ক্লাব অব গোপালগঞ্জ শ্রদ্ধা জানান।
দিবসটি উপলক্ষে সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা এর আয়োজন করা হয়েছে। বিকালে জেলা শিল্পকলার আয়োজনে আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় জেলার সকল মসজিদ এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া এবং মোনাজাত করা হবে।
চুয়াডাঙ্গা
সারা দেশের মত চুয়াডাঙ্গায়ও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হচ্ছে। এ দিবসকে কেন্দ্র করে রাত ১২ টা ১ মিনিটে চুয়াডাঙ্গা সরকারী কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম ও জেলা পুলিশের পক্ষ থেকে খন্দকার গোলাম মওলা শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদ সালাম বরকত রফিক জব্বারসহ সকল ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর জেলা বিএনপির পক্ষ থেকে সাধারণ সম্পাক শরীফুজ্জামান শরীফ, ছাত্র দলের পক্ষে সভাপতি শাহজাহান খান ও সাধারণ সম্পাদক মমিন মালিতাসহ দলের সকল অঙ্গ সংগঠনের পক্ষে পূস্পমাল্য অর্পণ করা হয়।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের পক্ষে সভাপতি রাজীব হাসান কচি ও সাধারণ সম্পাদক বিপুল আশরাফসহ সকল সদস্যগণ এবং জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি মানিক আকবর ও সাধারণ সম্পাক কামরুজ্জামান সেলিম শহীদ বেদীতে পূস্পমাল্য অর্পণ করেন।
টাঙ্গাইল
বিনম্ব শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যদিয়ে টাঙ্গাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক শরীফা হক শ্রদ্ধা নিবেদন করেন।
পরে জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন।
এরপর টাঙ্গাইল প্রেসক্লাব, জেলা সিভিল সার্জন, উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করেন।
সন্ধ্যা থেকে টাঙ্গাইলের সাংস্কৃতিক প্রতিষ্ঠান ত্রিবেণীর পক্ষ থেকে দেশের গান ও সারাদিন আল্পনা করা হয়।
কুমিল্লা
ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা আর বিনম্র ভালবাসার মধ্য দিয়ে কুমিল্লায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে রাতের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কুমিল্লা টাউনহল মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা সাবেক এমপি মনিরুল হক চৌধুরী, নেতৃত্বে জেলা বিএনপি ও কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক সাবেক এমপি আমিনুর রশিদ ইয়াছিন, মহানগর বিএনপির একেক করে শহীদবেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে একুশের কর্মসূচি শুরু হয় ।
এরপর শ্রদ্ধা জানায় কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুকের নেতৃত্ব সাংবাদিকদের একটি
দল।
দিবসটি উপলক্ষ্যে একুশে বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী, শিশু চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভার
আয়োজন করে জেলা প্রশাসন ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
লালপুর (নাটোর)
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে নাটোরের লালপুরে বর্ণাঢ্য র্যালি বের করেন পৌর ও উপজেলা বিএনপি।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে থেকের্যালি বের করে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে শেষ হয়। পরে ভাষা শহীদ স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে এ্যাডভোকেট ফারাজনা শারমিন পুতুল।
সাতক্ষীরা
ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় সাতক্ষীরা পালন করা হয়েছে একুশের প্রথম প্রহর। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে মানুষের ঢল নামে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে। ফুলে ফুলে ভরে যায় স্মৃতির মিনার।
রাত ১২টা ১মিনিট ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম প্রমুখ।
এর পরেই শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জেলা জাতীয়তাবাদী দল-বিএনপি, মহিলা দল, জেলা শ্রমিক দল, জেলা কৃষক দল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জেলা সমাজ সেবা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গণপূর্ত, পানি উন্নয়ন বোর্ড, জেলা শিক্ষা অফিস, জেলা কারাগার, সড়ক বিভাগ, সামাজিক বনায়ন কেন্দ্র, সাতক্ষীরা প্রেসক্লাব, চেম্বার অব কমাস, রেড ক্রিসেন্ট সোসাইটি-সাতক্ষীরা, সাতক্ষীরা সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, দিবা-নৈশ কলেজ, ছফুরননেছা মহিলা কলেজ, সাতক্ষীরা সিটি কলেজ, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সাতক্ষীরা সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন, বারসিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ অন্যান্য ছাত্রসংগঠন এবং সর্বস্তরের মানুষ ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন।
এদিকে জেলার তালা, কলারোয়া, সদর, আশাশুনি, দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, পুলিশ সুপার আক্তার হোসেন, পৌর প্রশাসক মো. জসীম উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, লক্ষ্মীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পন করেন।
এছাড়া একুশে প্রথম ফহরে প্রভাত ফেরী, সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তালন, জেলার বিভিন্ন স্কুল কলেজে মাতৃভাষা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা, কালো ব্যাজ ধারণ, র্যালি, চিত্রাংকন প্রতিযোগিতা বিকেলে কালেক্টর ভবণ প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজন আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
মোংলা (বাগেরহাট)
দীর্ঘ ১৭ বছর পর মোংলায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসক। পরে পৃথক পৃথক র্যালী নিয়ে শ্রদ্ধা জানায় বিএনপি, যুবদল, ছাত্র দল সহ দলটির বিভিন্ন থানা, ওয়ার্ড কমিটি, অঙ্গসংগঠন সমূহ, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল স্তরের মানুষ।