সোনারগাঁয়ে  এসি বিস্ফোরণে দুই যুবক নিহত

নারায়ণগঞ্জে ইস্টার্ন ব্যাংকের একটি শাখার এসি'র কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই যুবক নিহত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সোনারগাঁয়ের কাঁচপুরে মেঘা কমপ্লেক্সে ভবনে অবস্থিত ইস্টার্ন ব্যাংকের উপ-শাখায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

নিহত তুহিন চাঁদপুর সদরের সেলিম বেপারীর ছেলে ও রাফি লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার বাসিন্দা। তারা এসআর পাওয়ার টেকনোলজি নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর দেড়টার দিকে কাচঁপুর মেঘা কমপ্লেক্সের ইস্টার্ন ব্যাংকের এসির কম্প্রেশারে মেরামত কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণে হয়। এসময় এসি মেরামত করতে আসা ওই দুইজন দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত দুই যুবকের এ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

সোনারগাঁ থানার ওসি এম এ বারী জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হবে।  মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।