নীলফামারী প্রতিনিধি: দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচির (ভিজিডি) কার্ডের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে নীলফামারীর সৈয়দপুরে খাতামধুপুর ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য ও তার স্বামীর বিরুদ্ধে।
ইউপি সদস্যের নাম দয়ারানী এবং তার স্বামীর নাম অধীর কুমার। কার্ডের ৬০ কেজি চাল তুলছেন ওই ইউপি সদস্য ও তার স্বামী ।
এ ঘটনায় ভুক্তভোগী অমিতা রানী জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের বিষয়ে ইউপি সদস্য ও তার স্বামী কিছু জানেন না বলে দাবি করেছেন।
তবে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রাখালপাড়ার অমল চন্দ্রের স্ত্রী অমিতা রানী। তাঁর স্বামী সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এক বছর ধরে শয্যাশায়ী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম অসুস্থ থাকায় ৫ সদস্যের পুরো পরিবার অনেক কষ্টে দিনাতিপাত করায় অমিতা একটি ভিজিডি'র কার্ড করে দেয়ার আবদার করে দয়ারানীর কাছে।
দয়ারানীর স্বামী অধীর কুমার ৫ হাজার টাকা দাবি করে। অমিতা এক হাজার টাকা দেন এবং তার নামে কার্ডটি হয়। তবে দয়ারানী কার্ড দিতে গড়িমসি করে। কখনো বলে চেয়ারম্যানের কাছে আছে। আবার কখনও বলে উপজেলায় আটকে রয়েছে। এরই মধ্যে ভিজিডি'র চাল বিতরণ করা হয়েছে খবর পেয়ে ইউনিয়ন পরিষদে গিয়ে জানতে পারে তার নামের কার্ড দিয়ে চাল তোলা হয়েছে। কে বা কারা চাল নিয়ে গেছে।
অমিতা রানী বলেন, কার্ড ও চালের ব্যাপারে ইউপি দয়ারানী ও তার স্বামী অধীর কুমারের সাথে যোগাযোগ করলেও তারা আমাকে বলেন, কার্ড পাবে, কিন্তু এবারের চাল পাবে না। কিন্তু কেন চাল পাব না জিজ্ঞাসা করলেও কোনো জবাব দেননি। পরে ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেন।
অভিযোগের বিষয়ে অস্বীকার করে ইউপি সদস্য দয়ারানী এবং তাঁর স্বামী সৈয়দপুর হাসপাতালের যক্ষা ও কুষ্ঠ রোগ বিষয়ক কর্মী অধীর কুমার বলেন, অমিতা রানী নামে আমরা কাউকে চিনি না । এই নামে কোনো কার্ড নেই। যার কথা বলছেন তিনি আসলে শান্তি রানী। তার কার্ড সম্পর্কে আমরা কিছু জানি না। টাকা নেয়ার প্রশ্নই ওঠে না। তার চাল কে তুলেছে তাও বলতে পারব না। কার্ড হয়ে থাকলে সে পাবে। এতে আমাদের কি?
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে এবং সত্যতা পাওয়া গেলে অবশ্যই যথাযথ আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।
#কেকে/এসএ