সারা দেশে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস 

আজ বুধবার ২৬ মার্চ, ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ ঘটে নতুন রাষ্ট্র স্বাধীন বাংলাদেশের। একাত্তরের অগ্নিঝরা মার্চে পাকিস্তান সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন চলাকালে ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি সামরিক বাহিনী নিরস্ত্র জনগণের ওপর অতর্কিত হামলা চালায়। এ অবস্থায় ২৬ মার্চ শুরু হয় স্বাধীনতার যুদ্ধ। আজ জাতি বীর শহীদদের আত্মদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করবে। এ উপলক্ষে সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালতি হচ্ছে।  

ময়মনসিংহ

ময়মনসিংহে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। বুধবার (২৬ মার্চ) প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। পরে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ময়মনসিংহ সিটি করপোরেশন, রেঞ্জ পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, বীর মুক্তিযোদ্ধা, র‍্যাব, বিজিবি, আনসার বিডিপিসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা। 

লক্ষ্মীপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন। ছবি: খবর সংযোগ
  
লক্ষ্মীপুর 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে লক্ষ্মীপুর কালেক্টরেট ভবন প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে সদরের মাদাম এলাকার মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ্য অর্পন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, পুলিশ সুপার আকতার হোসেন, লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো. জসীম উদ্দিনসহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

টাঙ্গাইলে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধার জানায় সকল শ্রেণি পেশার মানুষ। ছবি: খবর সংযোগ

টাঙ্গাইল 

টাঙ্গাইলে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুরু হয়। ভোরে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্বে জেলা প্রশাসন শরিফা হক, পুলিশ সুপার মিজানুর রহমান, মুক্তিযুদ্ধা, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পন করেন। এরপর টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াচ ও শরীর চর্চা প্রর্দশন করা হয়।