সালাহউদ্দিন শুভ, কমলগঞ্জ (মৌলভীবাজার) : মৌলভীবাজারের শ্রীমঙ্গল চুরি হওয়া বৈদ্যুতিক ট্রান্সফরমারের মালামালসহ দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ভোরে দুর্গানগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন- ছন্দু মিয়া ও হাবিবুর রহমান।
থানা সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল রাতে উপজেলার দুর্গানগর এলাকা থেকে ১টি ১০ কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়। এ ঘটনার পরই চোর ধরতে অভিযান চালায় পুলিশ। ছন্দু মিয়াকে তার বাড়ি থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তারাই ট্রান্সফরমারটি চুরি করে।
জিজ্ঞাসাবাদে স্বীকার করে ট্রান্সফরমারের কিছু তামার তার দুর্গানগর গ্রামের হাবিবুর রহমানের ভাঙ্গারি দোকানে বিক্রি করে এবং কিছু তামার তার হাবিবুর রহমান পাগলার কাছে আছে। পরে তাকে সাথে নিয়ে হাবিবুর রহমানকে তার বাড়ি থেকে আটক করা হয়। এবং দুর্গানগর বাজারে তার ভাঙ্গারি দোকান থেকে ট্রান্সফরমারের ৬ কেজি তামার তার জব্দ করা হয়। এছাড়া হাবিবুর রহমান পাগলার ঘরে তল্লাশী করে আরও ৪ কেজি তামার তার উদ্ধার করা হয়। চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় বিদ্যুৎ আইনে মামলা দিয়ে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।
#বিডি/এসএ