সুনামগঞ্জের তাহিরপুরে পরিত্যক্ত একটি ঘর থেকে ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় ফুচকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার লাউড়েরগড় সীমান্ত এলাকা থেকে ওই ফুচকা জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, উপজেলার লাউড়েরগড় মুদেরগাঁও বিন্নাকুলি এলাকার বেশ কয়েকটি পরিত্যক্ত ঘরে ভারতীয় পণ্য মজুদ করে পাচারের জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এমন গোপন খবর পায় বিজিবি। এর ভিত্তিতে রাতভর যাদুকাটা নদীর বালিচর ও সন্দেহভাজন ঘরে অভিযান পরিচালনা করে। এরপর বাংলাদেশি পোল্ট্রি ফিডের ও মাছের ফিডের ৩৫০টি বস্তায় ভরে রাখা কয়েক হাজার প্যাকেট ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ফুচকা জব্দ করা হয়।
বিজিবি ও স্থানীয়রা জানান, চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে ফুচকা নিয়ে এসে নিরাপদ দূরত্বে মজুদ করেন ।
২৮ বিজিবির অধিনায়ক লে কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, চোরাচালান প্রতিরোধ করতে বিজিবি সবসময় তৎপর রয়েছে। এজন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।