কুষ্টিয়ায় সপ্তাহের ব্যবধানে কমেছে সব সবজির দাম। তবে মাছের দাম বেড়েছে কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা। অন্যদিকে খাসির গোশত ছাড়া স্থির রয়েছে সব গোশতের দাম।
শুক্রবার (১৬ মে) কুষ্টিয়া পৌর বাজারে সরেজমিনে ঘুরে দেখা গেছে, গত সপ্তাহ থেকে কেজিতে কাঁচামরিচ ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৪০ টাকায়, ১০ টাকা কমে চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়, টমেটো ৫০, করলা ৪০, ঢেঁড়স ৩০, লাউ ৩০ থেকে ৪০ টাকা, আলু ২০ টাকা, পটল ৪০ টাকা, শসা ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, কচু ৮০ ও বেগুন ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। বাজারে সরবরাহ কম থাকায় পেঁপে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা। এছাড়া সবধরনের সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে।
এদিকে, মাছের দাম গত সপ্তাহের চেয়ে ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে। তবে ইলিশ মাছের দাম কেজিতে ২০০ টাকা কমে প্রকারভেদে বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ২৬০০ টাকা।
অন্যদিকে, বাজরে গরুর গোশত বিক্রি হচ্ছে ৭৫০ টাকা, গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে কেজিতে ৫০ টাকা বেড়ে খাসির গোশত বিক্রি হচ্ছে ১১০০ টাকায়, দেশি মুরগি ৬৩০ থেকে ৬৫০ টাকা, বয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা ও লেয়ার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩১০ থেকে ৩২০ টাকায়।
বাজার করতে আসা বিল্পব আহমেদ খবর সংযোগকে বলেন, কয়েকদিন আগে সবজির দাম হঠাৎ করে বেড়ে যায়। বর্তমানে দাম ক্রয় ক্ষমতার মধ্যে আছে। তবে নিয়মিত বাজার মনিটরিং করতে হবে।
সবজির বাজার স্থিতিশীল থাকায় স্বস্তি প্রকাশ করে ক্রেতা-সাধারণ নিয়মিত বাজার মনিটরিং করার দাবি জানান।
কুষ্টিয়া সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা সুজাত হোসেন খান খবর সংযোগকে জানান, সিজনাল সব সবজির দাম বাজারে কমেছে। আমাদের বাজার মনিটারিং চলমান রয়েছে। অস্বাভাবিক কোনো দাম দেখলে ব্যবস্থা নেওয়া হবে।