পাবনায় তরুণের হাত-পা বাঁধা ভাসমান মরদেহ উদ্ধার

পাবনায় ইতুল হোসেন (১৮) নামে এক তরুণের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইতুল হোসেন মিলনচর গ্রামের নবীর উদ্দিনের ছেলে। এর আগে শুক্রবার (২৩ মে) রাত থেকে নিখোঁজ ছিল ইতুল।

শনিবার (২৪ মে) দিবাগত রাত নয়টার দিকে পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের মিলনচর এলাকার গুমানী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ইতুল হোসেন (১৮)। ছবি: সংগৃহীত

জানা গেছে, শুক্রবার রাত দশটার দিকে অজ্ঞাত দু'জন যুবক একটি মোটরসাইকেলে ইতুলকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। শনিবার সন্ধ্যায় গুমানি নদীর কাজিরচর ও মিলনচর সংযোগস্থলে হাত-পা বাঁধা একটি মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে ইতুলের পরিবার তার মরদেহ সনাক্ত করে। এ সময় ইতুলের হাত এবং পা বাধা ছিল একই সঙ্গে নাক এবং মুখে রক্তাক্ত জখম ছিল।

এ তথ্য নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে রাত ৯টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে এটিকে হত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে কারা কি কারনে ইতুলকে হত্যা করেছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ওসি আরো জানান, মরদেহ উদ্ধারের পর রোববার (২৫ মে) ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এই ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।