লঘুচাপের প্রভাবে ঝিনাইদহে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝিনাইদহে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে বইছে দমকা হাওয়া। বৃষ্টির কারণে শহরের রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হতে দেখা গেছে। অনেকেই ছাতা ও রেইনকোট ব্যবহার করে বের হয়েছেন প্রয়োজনীয় কাজে।

jhinaidah 2

এদিকে বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। রিকশা চালক, ফুটপাতের দোকানী কিংবা নির্মাণ শ্রমিকদের অনেকেই কাজ না পেয়ে অলস সময় পার করছেন। কেউ কেউ আবার আশ্রয় নিয়েছেন দোকানের ছাউনি কিংবা বাসস্ট্যান্ডের ছাতার নিচে।