বরিশাল রুটে সব ধরনের লঞ্চ চলাচল স্বাভাবিক

বৈরী আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ২ দিন পর বরিশাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল শুরুর ঘোষণা দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

শনিবার (৩১ মে) সকাল ৭ টা থেকে সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ বরিশাল নদীর বন্দরের যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) শেখ মোহাম্মদ সেলিম রেজা। 

তিনি জানান, বৈরী আবহাওয়া ও নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সব ধরনের নৌযান চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৭ টা থেকে সব রুটে নৌযান চলাচল শুরু করে সংশ্লিষ্টরা।

এর আগে বৈরী আবহাওয়া ও নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ার কারণে বরিশাল থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।