নরসিংদীতে বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

নরসিংদীর শিবপুরে খেলার সামগ্রী কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস। সোমবার (৯ জুন) রাত ১১টার দিকে ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া পেট্রল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা উপজেলার একই একই গ্রামের মির্জাকান্দী গ্রামের সাইফুল ইসলাম (২২), আশিক (২২) ও অপু (২০)। 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে শিবপুর ফায়ার সার্ভিসের তত্ত্বাবধায়ক ইসমাইল হোসেন জানান, সোমবার বিকেলে তিন বন্ধু মোটরসাইকেলে করে খেলার সামগ্রী কেনার জন্য নরসিংদী যান। রাত ১১টার দিকে বাড়ি ফেরার পথে ইটাখোলা-শিবপুর সড়কের বান্ধারদিয়া পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে  যায়। এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধু গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে। পরে শিবপুর উপজেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক সাইফুল ও আশিককে মৃত ঘোষণা করেন। আহত অপুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।  

শিবপুর মডেল থানার ডিউটি অফিসার হোসনেয়ারা বেগম জানান, ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।