সালথায় পূর্ব শত্রুতার জেরে হামলায় আহত ৪

ফরিদপুরের সালথায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন। এদর মধ্যে গুরুতর আহত ২ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (১৪ জুন) দুপুরে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান।এর আগে শুক্রবার (১৩ জুন) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বড় বালিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহত আক্কাস মোল্যা বড় বালিয়া গ্রামের মৃত ফয়জুদ্দিন মোল্যার ছেলে ও হুমায়ূন মাতুব্বর একই গ্রামের নীল চাঁদ মাতুব্বরের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বালিয়াগট্টি বাজার থেকে আক্কাস মোল্যা, হুমায়ূন মাতুব্বরসহ ৫/৭ জন বাড়ি ফিরছিলেন। পথে বড় বালিয়া এলাকায় পৌঁছালে তাদের ওপর দেশীয় অস্ত্র রামদা, হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ। এসময় অন্তত ৪ জন আহত হয়। এদের মধ্যে আক্কাস মোল্যা ও হুমায়ূন মাতুব্বরের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।