ময়মনসিংহে বাস-পিকআপ সিএনজি অটোরিকশার সংঘর্ষে তিনজন হিত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও কয়েকজন। তাৎক্ষণিকভাবে সংঘর্ষে নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
রোববার (২২ জুন) বেলা সোয়া ১২টার সময় ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দার বাগুন্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান জানান, ময়মনসিংহ-শেরপুর রুটের তারাকান্দার বাগুন্দিয়া এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং তিন জন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। তবে নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। ঘাতক বাসচালক পালিয়ে গেছে।