ক্যাম্পাসের পাশে ছিনতাইয়ের শিকার রাবি শিক্ষার্থী, মামলা

ছিনতাইয়ের অভিযোগে মামলা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী। ছিনতাইয়ের শিকার হওয়া দুই শিক্ষার্থীর একজন চারুকলার; আরেকজন পড়েন ইসলামিক স্টাডিজ বিভাগে। এদের মধ্যে থেকে এক ছাত্রী রাতে চন্দ্রিমা থানায় মামলা করেন।

মামলায় তিনি বলেন, বিকালে ক্লাস শেষে তিনি সহপাঠীর সঙ্গে ছাত্রীনিবাসে ফিরছিলেন। জলিলের মোড়ে সোহান, শীতল ও রাজু নামের তিন যুবক তাদের পথরোধ করে। এক পর্যায়ে তারা ওই শিক্ষার্থীর হাত থেকে সোনার আংটি ও ঘড়ি ছিনিয়ে নেয়।

এজাহারে বলা হয়, ঘটনার সময় সঙ্গে থাকা বন্ধু বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তাকে মারধর করে। সহপাঠীকে রক্ষা করতে গেলে ভুক্তভোগী নারী শিক্ষার্থীকেও টানা-হেঁচড়া করা হয়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা চলে যায়।

ওই নারী শিক্ষার্থী বলেন, এ এলাকায় শুধু আমি নই, আরও বহু নারী শিক্ষার্থী থাকেন। দিনে-দুপুরে এমন ঘটনা আমাদের সবার নিরাপত্তার জন্য হুমকি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা সেখানে গিয়েছি। শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করতে থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি।

চন্দ্রিমা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ পাওয়ার পর সন্ধ্যায় এক দফা অভিযান চালানো হয়েছে। আরও অভিযান চালানো হবে।