চমেকে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) প্রধান ছাত্রাবাসে ছাত্রদল এবং ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। 

সোমবার (৭ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে চমেকের শিক্ষকরা ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে নির্বৃত্ত করে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ার আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে। দুই পক্ষের বিরোধ মেটানোর চেষ্টা করছেন চমেকের শিক্ষকরা। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।