নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার ও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে র্যাব-১১।
সোমবার (১১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এসব তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামি ও চক্রের অন্যান্য সদস্যরা ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে মেঘনা ব্রিজের টোলপ্লাজার অভিমুখে কৃত্রিমভাবে যানজট সৃষ্টি করে চক্রের অন্যান্য সদস্যরা দেশীয় অস্ত্রসহ যাত্রীবাহী ও মালবাহী গাড়ীতে আক্রমণ করে। আসামিরা যাত্রী এবং চালকদের কাছ থেকে মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ টাকাসহ অন্যান্য দামি জিনিসপত্র লুট করে। অভিযানকালে ডাকাতি ও ছিনতাই চক্রের ৬ জন সদস্যকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মফিজুল ইসলাম ওরফে জামিল বাবু, সাইফুল ইসলাম ওরফে সাকিব, মো. মানিক, সাদ্দাম, সহিদ, মনির হোসেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা জানায়, মহাসড়কে ডাকাতি ও ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা প্রথমে একত্রিত হয়, তারপর তারা অপেক্ষা করতে থাকে রাস্তায় প্রতিবন্ধকতা বা যানজট সৃষ্টির জন্য। কখনো কখনো তারা নিজেরাই গাছের গুড়ি সড়কে ফেলে কৃত্রিম যানজট তৈরি করে। এরপর পরিকল্পনা অনুসারে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র দিয়ে চালক ও যাত্রী সাধারণকে ভয়ভীতি দেখিয়ে তাদের মূল্যবান সামগ্রী স্বর্ণালংকার মোবাইল ও নগদ টাকা হাতিয়ে নেয়।
এদিকে র্যাব-১১ এর পৃথক আরেকটি বিশেষ অভিযানে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মেঘনা টু বটতলাগামী রোড থেকে ১০১ কেজি গাঁজাসহ ১ টি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।