পুকুরের পানিতে ডুবে চবি ছাত্রীসহ দুইজনের মৃত্যু

ট্টগ্রামের সাতকানিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আফিফা আবেদীন (২২) ও হুজাইরা নূর (৮) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে খালাতো বোন।

শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার নউরগ্যাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আফিফা আবেদীন উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনু ফকির হাট এলাকার জয়নাল আবেদীনের মেয়ে। তিনি  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। আর হুজাইরা নূর ছদাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নউরগ্যাপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের মেয়ে। সে উত্তর ছদাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

ছদাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা দু’জনেই পুকুরে গোসল করতে নেমেছিল। এরপর হঠাৎ করে নিখোঁজ হন। পরবর্তীতে স্থানীয়রা তাদের মরদেহ পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন। 

হুজাইফা নূরের চাচাতো ভাই ও চট্টগ্রাম ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো.শহীদুল্লাহ বলেন, ‘কয়েকদিন আগে আফিফা আমার চাচার বাড়ি অর্থাৎ তার খালার বাড়িতে বেড়াতে আসেন। শনিবার সারাদিন তারা বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে বিকেলে বাড়িতে ফেরেন। পরে দু’জনই বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে নেমেছিলেন। গোসলের একপর্যায়ে হঠাৎ করে তারা নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা মিলে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর পুকুরে তাদের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে কেরানীহাট আশ-শেফা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল। তবে মৃতদের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি।