আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে এখন থেকেই মাঠে কাজ শুরু করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। নির্বাচনী সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি প্রতিটি প্রার্থীর জন্য সমান সুযোগ সৃষ্টিতেও গুরুত্ব দিচ্ছে প্রশাসন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মেলনকক্ষে সিলেট-১ ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস এসব কথা বলেন।
সভায় কমিশনার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা এখন থেকেই নির্বাচনকালীন পরিবেশকে নির্বিঘ্ন রাখতে প্রস্তুতি নিচ্ছি। জনগণের জানমালের নিরাপত্তা এবং নির্বাচনী আচরণবিধি সঠিকভাবে পালনের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি।
তিনি আরো বলেন, সিলেটের প্রার্থীরা যদি আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের সহযোগিতা করেন, তাহলে আমরা একটি শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন উপহার দিতে পারব—এটাই আমাদের প্রত্যাশা।
সভায় উপস্থিত প্রার্থীরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে পুলিশের উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, নির্বাচনে প্রতিযোগিতা থাকবে, কিন্তু সেটি যেন সৌহার্দ্যপূর্ণ ও গণতান্ত্রিক পরিসরে হয়—এ বিষয়ে সবাই একমত।
মতবিনিময় সভায় এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট থানার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনী এলাকায় ভোটারদের নিরাপত্তা, প্রচার-প্রচারণায় শৃঙ্খলা বজায় রাখা, এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্কতা অবলম্বনের মতো বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভা শেষে কমিশনার আব্দুল কুদ্দুস সাংবাদিকদের বলেন, নির্বাচনের সময় কোনো প্রার্থী, দল বা ব্যক্তিকে বিশেষ সুবিধা দেয়া হবে না। সিলেট মেট্রোপলিটন পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে। জনগণ যেন ভোটের দিন নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—এটাই আমাদের মূল লক্ষ্য।