খাগড়াছড়ি জেলা কারাগারের দেয়াল টপকে দুই হাজতি আসামি পালানোর ঘটনা ঘটেছে। তাদের একজন হলেন ইসলামপুর এলাকার মরহুম নুরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (২৪) এবং অপরজন রামগড় উপজেলার নাকাপা সিলেটিপাড়ার বাসিন্দা মরহুম বাচ্চু মিয়ার ছেলে রাজীব হোসেন (২০)।
রোববার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কারাগারের ভিতরের একটি পাশের অংশে দায়িত্বে থাকা প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে দুই আসামি এক সাথে দেয়াল টপকে পালিয়ে যায়। প্রতিদিনের রুটিন কার্যক্রম অনুযায়ী ৫টার দিকে আসামি গণনার সময় বিষয়টি বুঝতে পেরে কারা প্রশাসন এবং পুলিশ সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালায়।
বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, পালিয়ে যাওয়া দুই আসামির মধ্যে রাজিব হোসেন নামের একজনকে শহরের টিএনটি গেইট এলাকা থেকে পুনরায় আটক করা হয়েছে। তবে অপর আসামি শফিকুল ইসলাম এখনো পলাতক রয়েছেন। তার গ্রামের বাড়ী জেলা শহরের ইসলামপুর এলাকায়। তাকে গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে কারাগার থেকে দুই হাজতি আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় তাৎক্ষণিক তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসক (ডিসি) এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।
জেলা প্রশাসক জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফকে প্রধান করে ৫ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পুলিশ সুপারের প্রতিনিধি, গণপূর্ত বিভাগের প্রতিনিধি, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদস্য হিসেবে রয়েছেন। একই সঙ্গে পলাতক আসামি ধরতে পুলিশের অভিযানও চলছে।