চট্টগ্রামের মিরসরাইয়ে বিজিবির অভিযানে ৩১ ভারতীয় গরু আটক

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ছোট ফরিংগা সীমান্তে রামগড় ৪৩ ব্যাটালিয়ন বিজিবির অধীনস্থ ছোট ফরিংগা বিওপির টহলদলের অভিযানে ৩১টি ভারতীয় গরু আটক করা হয়েছে। 

শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টার দিকে সীমান্ত পিলারের বাংলাদেশের অভ্যন্তরে তালতলী এলাকায় ভারতীয় চোরাকারবারীরা গরু নিয়ে আসতে দেখা যায়। এসময় বিজিবির টহলদল চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে তারা গরুগুলো বাংলাদেশের ভেতরে প্রবেশ করিয়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে টহলদল ঘটনাস্থল থেকে ৩১টি ভারতীয় গরু আটক করে।

বিজিবি জানায়, চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য ও মানবপাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য তথ্য দিয়ে সহায়তা করার জন্য বিজিবি সকলকে অনুরোধ জানিয়েছে।