ফটিকছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশের এসআইসহ নিহত ২

চট্টগ্রামের ফটিকছড়িতে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাইফুল ইসলাম (৪০) নামে পুলিশের উপ-পরিদর্শকসহ (এসআই) দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতল এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও এক পুলিশ সদস্যসহ দুজন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। 

নিহতরা হলেন- মানিকছড়ি থানার পুলিশের উপ-পরিদর্শক ও মুন্সীগঞ্জের গজারিয়া এলাকার বাসিন্দা লিয়াকত আলীর ছেলে সাইফুল ইসলাম (৪০), মানিকছড়ি উপজেলার ফকিরটিলা এলাকার মৃত মুহাম্মদ ইসমাঈলের ছেলে মো. হাফিজ (৩০)। 

আহতরা হলেন- মানিকছড়ি থানা পুলিশের কনস্টেবল আব্দুল্লাহ্ আল নোমান (২৬) ও মোটরসাইকেল আরোহী মানিকছড়ির ফকিরটিলা এলাকার ইস্রাফিলের ছেলে ইয়াছিন (২০)। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে উপজেলার পাইন্দং আমতল এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত হন ৪ আরোহী। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সাইফুল ইসলাম ও হাফিজকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (ভারপ্রাপ্ত) স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনোজ চৌধুরী বলেন, দুজনকে মৃত ঘোষণা করা হয়েছে এবং অন্য দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

নাজিরহাট হাইওয়ে থানার ওসি মো. শাহাবুদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পাইন্দং আমতল এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন পুলিশ সদস্যসহ দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। চারজনই মোটরসাইকেল আরোহী ছিলেন।’