গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে ৫ দিনব্যাপী জোড় ইজতেমার আখেরি মোনাজাত আজ মঙ্গলবার। সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে যেকোনো সময় মোনাজাত অনুষ্ঠিত হবে। পাকিস্তানের মাওলানা আহমদ বাটলা মোনাজাত পরিচালনা করার কথা রয়েছে।
মোনাজাত শেষে চিল্লাধারী মুসল্লিরা দেশ-বিদেশে দ্বীনের দাওয়াতি কাজে ছড়িয়ে পড়বেন। ফের বিশ্ব ইজতেমার সময় তারা ময়দানে সমবেত হবেন।
সোমবার খুরুজি বয়ান, তসবিহ-তাহলিল, জিকির-আসকার ও নফল ইবাদত বন্দেগির মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে জোড় ইজতেমার চতুর্থ দিন।
জোড় ইজতেমায় আসা আজিজুর রহমান নামে আরও এক মুসল্লি সোমবার দুপুরে ময়দানের ওজুখানার পাশে স্ট্রোক করে মারা গেছেন। এ নিয়ে জোড় ইজতেমায় মোট ৬ মুসল্লির মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শুরায়ি নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
বাদ ফজর সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে খুরুজের বয়ান করেন ভারতের মাওলানা মুফতি আবু বকর। বাদ আসর বয়ান করেন বাংলাদেশের মাওলানা রবিউল হক। বাদ মাগরিব বয়ান করেন বাংলাদেশ তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা মুহাম্মদ জুবায়ের আহমেদ।
ইজতেমা ময়দানে আজিজুর রহমান নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ময়দানের ওজুখানার পাশে স্ট্রোক করে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মৃত আজিজুর রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার দেওপুরা গ্রামের হাবিবুর সরদারের ছেলে।