ড. আসাদুজ্জামান রিপন

জাতির অভিভাবক হিসেবে বেগম জিয়াকে আমাদের খুবই দরকার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়ে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘সবাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং তার রোগমুক্তি কামনায় মহান আল্লাহর কাছে সবাই আমরা সাহায্য প্রার্থনা করি, পরম করুণাময় আল্লাহ তাআলা যেনো তাকে শেফা দান করেন। কারণ তিনি আমাদের জাতীয় জীবনে সারা জীবন অনুপ্রেরণার উৎস হিসেবে অবদান রেখে চলেছেন।’ তিনি এমন একজন মহীয়সী নারী যার সমগ্র জীবন ধরে দেশের জন্য সংগ্রাম করে গেছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা অডিটোরিয়ামে মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড ও টঙ্গিবাড়ী থানা বিএনপি পরিবারের পক্ষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বিএনপির এই নেতা তার বক্তব্যে এসব কথা বলেন। 

ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘আল্লাহ একজন আছেন। আজকে দেশে এমনকি দেশের বাইরেও কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করছেন। দেশে সামনে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে যেনো বেগম জিয়া একজন জাতীয় অভিভাবক হিসেবে আমাদের সামনে থাকতে পারেন। আল্লাহ তাআলা যেনো তাকে সেই নেক হায়াত দান করেন এবং সুস্থ করে তুলুন।’

তিনি বলেন, ‘আসন্ন নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন বিঘ্নিত করার ষড়যন্ত্র চলছে। এই ছোট দেশটাকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। তাই আমাদের দেশের জন্য একজন জাতীয় অভিভাবক হিসেবে বেগম জিয়াকে
আমাদের খুবই দরকার। কারণ অতীতেও তিনি জনগণের পাশে থেকে পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে অনেক ষড়যন্ত্র মোকাবিলা করে দিয়েছেন।’

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মহসিন মিয়ার সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মুনাজাত করা হয়।