ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো সেনা সার্জেন্টের

১০ দিনের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার পথে নাটোরে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সেনাবাহিনীর সার্জেন্ট মামুনুর রশিদ (৩৬)। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার লালপুর-বনপাড়া আঞ্চলিক সড়কের বাহিমালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুনুর রশিদ নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের বড় ময়না গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি কক্সবাজারের রামু সেনানিবাসে কর্মরত ছিলেন।

নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ১০ দিনের ছুটি শেষে মঙ্গলবার সন্ধ্যায় কর্মস্থল রামু সেনানিবাসে যোগ দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মামুনুর। কক্সবাজারের বাস ধরার জন্য তিনি ইজিবাইকযোগে বনপাড়া বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। তিনি ইজিবাইকের সামনের সিটে বাঁ দিকে বসা ছিলেন। ইজিবাইকটি বাহিমালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের বডির সঙ্গে তার মাথায় সজোরে ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।

বাড়িতে তার স্ত্রী খুশি খাতুন, ৭ বছর বয়সী ছেলে হামিম আহমেদ এবং বৃদ্ধ বাবা-মা রয়েছেন। ছুটি শেষে বিদায় নিয়ে যাওয়ার অল্প সময়ের মধ্যেই তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সুমন চন্দ্র দাস জানান, ‘দুর্ঘটনার বিষয়টি পুলিশ সুপারের মাধ্যমে রামু সেনানিবাসে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া ও সেনাবাহিনীর নিজস্ব নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য মরদেহ নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।’

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ঘাতক ট্রাক ও তার চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।