রিমালের তাণ্ডবে গৃহহীন চরফ্যাশনের ৬ হাজার পরিবার

ঘূর্ণিঝড় রিমালের ছোবলে চরফ্যাশনের ৬ হাজার পরিবার গৃহহীন হয়ে পড়েছে। এসব পরিবার এখন আত্মীয়স্বজন আর পাড়া-প্রতিবেশীর বাড়িতে আশ্রিত আছেন।

চরফ্যাশন উপজেলার উপকূলীয় এলাকা ঢালচর, চরকুকরি পাতিলা, তেতুলিয়া ও মজিব নগরের সিকদারের চরে বেড়িবাঁধ না থাকায় পানি ঢুকে গ্রামগুলিতে এখনও দিবারাত্রি জোয়ারে প্লাবিত হচ্ছে। তৈরি হয়েছে নানা ধরনের সংকট। রিমালের তাণ্ডবে উপজেলার সাগর মোহনার চরমানিকা, ঢালচর, কুকরী এবং মুজিব নগর ইউনিয়ন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ মন্ত্রণালয় থেকে গত সোমবার (২৭ মে) পর্যন্ত ৫ মেট্রিক টন চাউল বরাদ্দ করা হয়েছে। 

জেলা ত্রাণ অফিস থেকে জানানো হয়েছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ৬ হাজার ঘর ধ্বসে পড়েছে। এসব এলাকার ২২শ’ ৭টি পুকুর ও ৮৮৬ মাছের ঘের ভেসে গেছে। ভেসে গেছে ৫০কি.মি. কাঁচা পাকা রাস্তা। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক বলেন, ঘূর্ণিঝড় রিমালের আঘাতে চরফ্যাশনে প্রায় ৬ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন দপ্তরের তালিকা অনুযায়ী ২শ ৪৩ কোটি ৩ লক্ষ ৮২ হাজার ৫শ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
 
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানান হয়েছে, রিমালের তাণ্ডবে চরফ্যাশনের তিনটি পয়েন্টে ১২শত মিটার বেড়িবাঁধ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে হাজারীগন্জ ইউনিয়নের খেজুর গাছিয়া ৫শত মিটার বেড়িবাঁধ রয়েছে। এছাড়া চরফ্যাশনের নজরুল নগর ও নীলকমল ইউনিয়নে ৭শত মিটার বাঁধ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। রিমালের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানির টানে চরফ্যাশনের বেতুয়া পাড়ের প্রশান্তি পার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে।