বরিশাল নগরীর সিঅ্যান্ডবি রোডে ৮২ ইউনিট সরকারি কোয়ার্টারে (সিঅ্যান্ডবি কোয়ার্টার) জীবনঝুঁকি নিয়ে বসবাস করছেন ২০টি পরিবারের শতাধিক মানুষ।
সরেজমিনে দেখা গেছে, জরাজীর্ণ ভবনগুলোর ছাদ ও দেয়াল থেকে পলেস্তার খসে পড়ছে। বৃষ্টির সময় কাঠের খুঁটিতে ছাদ ঠেস দিয়ে রাখা হয়। যে কোন সময় ভবন ধসে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা সংশ্লিষ্টদের।
দেখা গেছে, ঝুঁকিপূর্ণ মর্মে ভবনগুলোতে গণপূর্ত অধিদপ্তরের সতর্কবার্তা টাঙিয়ে এসব ভবন খালি করার নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু এরপরেও সেখানে ঝুঁকি নিয়ে থাকছেন সরকারি দপ্তরের কর্মচারীর বেশ কয়েকটি পরিবার।
বরিশাল গণপূর্ত অধিদপ্তর জানায়, নির্দেশনা অনুযায়ী ৮২টি পরিবারের মধ্যে অধিকাংশই অন্যত্র চলে গেছে। কিন্তু ঝুঁকিপূর্ণ জেনেও এখনো সেখানে প্রায় ২০টি পরিবার বসবাস করছে। তাদের উচ্ছেদে কোয়ার্টারের বিদ্যুৎ ও পানির লাইন বিচ্ছিন্ন করা হলেও পরে মানবিক বিবেচনায় আবার তা সংযোগ দেয়া হয়।
সেখানের বাসিন্দা, জেলা জজের সাবেক গাড়িচালক আব্দুল সত্তার বলেন, ‘ঝুঁকিপূর্ণ জেনেও থাকছি, কারণ এখানে নিজের মতো থাকা যায়। তাছাড়া আঙিনায় সবজির চাষ করে খাওয়া যায়। তবে শিগগিরই নতুন বাসা দেখে চলে যাব।’
বরিশাল গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম জানান, বড় ধরনের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, সেজন্য শিগগিরেই ভবনগুলো ভেঙে ফেলা হবে।