নারীর জন্য নিরাপদ রাষ্ট্র চেয়ে ববিতে বিক্ষোভ 

সারাদেশে নারী জন্য নিরাপদ রাষ্ট্র চেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে শিক্ষার্থীরা। রোববার (৯ মার্চ) রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর নিচতলায় এ বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল করেন তারা।

সারা দেশে সংঘটিত ধর্ষণের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রতিবাদ মিছিলে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন। এসময় ধর্ষণের বিচার চেয়ে নানান স্লোগান দেন শিক্ষার্থীরা।

বাংলা বিভাগের শিক্ষার্থী মৃত্যুঞ্জয় রায় বলেন, নারীরা কোন পণ্য নয় যে, যখন-তখন তাদের ব্যবহার করবেন। দেশে অস্থিতিশীল, সহিংসতা, যৌন হয়রানি, ধর্ষণসহ নানান কিছু বেড়ে গেছে। যার কারণ হচ্ছে সঠিক বিচার হচ্ছে না। আমরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চাই। শিক্ষার্থীরা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী স্বৈরাচারীকে পদত্যাগ করতে বাধ্য করেছে। দরকার হলে আবারো মাঠে নেমে ড. ইউনূস সরকারকে হঠানো হবে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উপমা দত্ত বলেন, নারীরা কোন না কোনভাবেই প্রতিদিন নির্যাতনের শিকার হচ্ছে। মেয়েরা কি শুধু ভোগ্যপণ্য? নারীরা আজ কোথাও নিরাপদ নেই। আমরা নারীদের সর্বোচ্চ নিরাপত্তা ও অধিকার চাই। আমরা স্বাধীনভাবে চলতে ও বাঁচতে চাই। এমন একটি নিরাপদ সমাজ চাই যেখানে সমাজে নারী-পুরুষ সবার সমান অধিকার থাকবে। তিনি আরও বলেন, সরকার যদি আমার বোনদের ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে; তাহলে আমরা বলবো এই দেশের শাসনভার চালানোর অধিকার সরকার হারিয়ে ফেলেছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন বলেন, কোন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের তো দূরের কথা যৌন হয়রানিও মেনে নেওয়া হবেনা। সারাদেশে যে ধর্ষণের ঘটনা ঘটছে সেটি দুঃখজনক। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হোক সেটাই চাই।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ভূমিকা সরকার, আইন বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান, সুদীপ্ত হালদার, রাষ্ট্রবিজ্ঞান নুসরাত জাহান রানি, ইসরাতুন্নেহা, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নন্দিতা হালদার, গণিত বিভাগের ইয়াদুল ইয়ামিন প্রমুখ। 

এদিকে বরিশালে শিশু আছিয়ার ধর্ষকসহ সারাদেশের সকল ধর্ষকদের মৃত্যুদন্ডের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ধর্ষন বিরোধী মঞ্চ।

রোববার রাতে নগরীর নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে ঢাকা বরিশাল মহাসড়কে বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এ সময় শিক্ষার্থীরা বলেন, দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে দেশে ধর্ষণ, খুন, রাহাজানি বৃদ্ধি পেয়েছে। এ সময় তারা আছিয়ার ধর্ষণকারীকে দ্রুত আইনের আওতা এনে বিচারের দাবি জানান। এছাড়াও ধর্ষকদের বিচার না করা হলে শিক্ষার্থীরা জুলাই আগস্ট আন্দোলনের মতো আবার আন্দোলনে নামবেন বলে হুশিয়ারি দেন।