বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার মধ্যবর্তী গজারিয়া নদীতে জাটকা অভিযানের সময় জেলেদের হামলায় কোস্টগার্ডের এক সদস্য আহত হয়েছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে জেলেরা পিছু হটেন।
বুধবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গজারিয়া নদীর মাঝেরচর এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
তিনি বলেন, রাতে কোস্টগার্ড স্টেশনের (হিজলা) কন্টিনজেন্ট কমান্ডার মো. আবুল কালাম আজাদ, মোহাম্মদ মহসিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম ও হিজলার নৌ-পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনায় নামেন। এ সময় মাঝেরচর এলাকায় পৌঁছলে আকস্মিক সাতটি ট্রলার করে আসা ৫০ জেলে অভিযানিক দলের ওপর অর্তকিতভাবে হামলা চালায়। হামলাকারীরা অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের লক্ষ্য করে ইট ও পাথর ছুড়তে থাকলে কোস্টগার্ডের সদস্য এম মনজুরুল আহত হন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। পরবর্তীতে অভিযানিক দলের সদস্যরা ঘটনাস্থল থেকে অবৈধ পাইজাল ও ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।