বরিশালে জনতার হাতে আটক হওয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা খালেদ খান রবিন পুলিশ হেফাজত থেকে পালিয়েছেন। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের স্টিমার ঘাট ফাঁড়ির ইনচার্জসহ ৪ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। পালিয়ে যাওয়া খালেদ বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
বুধবার (১৪ মে) রাত ১০ টার দিকে পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, দুপুরে নগরীর আমতলা মোড় এলাকা থেকে খালেদ খান রবিনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয় জনতা। আহত অবস্থায় পুলিশ তাকে চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে কৌশলে পালিয়ে যায় রবিন। এ ঘটনায় প্রাথমিকভাবে দায়িত্বে অবহেলার অভিযোগে স্টিমার ঘাট পুলিশ ফাঁড়ির এসআই রেজা, এটিএসআই মাহাবুবসহ ২ কনেস্টেবলকে ক্লোজড করে লাইনে সংযুক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, তাদের দায়িত্বে গাফিলতি আছে কিনা তা খোঁজ নিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।