নিম্নচাপের প্রভাবে ঢাকা-বরিশাল নৌপথে লঞ্চ চলাচল বন্ধ

উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে বৈরী আবহাওয়া হওয়ায় ঢাকা-বরিশাল নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। পাশাপাশি নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ বরিশাল নদীর বন্দরের যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) শেখ মোহাম্মদ সেলিম রেজা।

তিনি বলেন, নিম্নচাপের কারণে সৃষ্ট বৈরী আবহাওয়ায় বরিশাল নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সাথে বিকেল থেকে বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। এর আগে সকাল ৯টা থেকে অভ্যন্তরীণ (৬০ ফুট দৈর্ঘ্য) রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল রুটের লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার সকাল থেকে বরিশালে বৃষ্টিতে তলিয়ে গেছে বরিশাল নগরীর বিভিন্ন এলাকা। বৃষ্টির কারণে অনেকেই প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হতে পারছেন না।