মৃত্যুর ১৩ দিন পর কফিন বন্দি হয়ে বাড়ি ফিরলেন জামাল

ব্রুনাইতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া ভোলার ছেলে জামাল হোসেনের (৩৫) মরদেহ মৃত্যুর ১৩ দিন পর কফিন বন্দি হয়ে নিজ গ্রামের বাড়িতে এসে পৌঁছেছে। 

সোমবার (৪ আগস্ট) দুপুরে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের চর জাহাঙ্গালিয়া গ্রামে মরদেহ পৌঁছানোর পর দেখা যায় এক হ্নদয়বিদারক দৃশ্য। স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠে আশপাশের পরিবেশ। জানাজা শেষে নিজ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে, গত ২২ জুলাই দুপুরে ব্রুনাইয়ের চীনারুপাই শহরের একটি নির্মাণ প্রকল্পে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান জামাল। পরে সেখানে ময়নাতদন্ত শেষে লাশটি একটি হিমাগারে রাখা হয়।

এরপর কাগজপত্র প্রস্তুত করে রোববার (৩ আগস্ট) একটি বেসরকারি ফ্লাইটে রাত ১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ এসে পৌঁছায়। পরে স্বজনরা তার কফিন বন্দি মরদেহ নিয়ে ভোলার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে আজ দুপুরে গ্রামের বাড়িতে এসে পৌঁছান।

নিহত জামাল ওই গ্রামের হাদিস মিয়ার ছেলে। ৩ ভাই আর ২ বোনের মধ্যে জামাল ছিলেন সবার ছোট। আদরের সন্তানকে হারিয়ে দিশেহারা বাবা-মা, ভাই-বোনসহ স্বজনরা।

স্বজনরা জানান, কথা ছিল ৩ আগস্ট ছুটিতে প্রবাস থেকে ফিরে ৪ আগস্ট নিজ বাড়ি ভোলাতে আসবেন জামাল। এবার বাড়ি এসে বিয়ে করবেন বলেও জানিয়েছিলেন স্বজনদের। কিন্তু দেশে ফেরার দিনে জামাল ঠিকই আসল। তবে জীবিত নয়, কফিন বন্দি লাশ হয়ে।

এদিকে জামালের মরদেহ গ্রামের বাড়ি ভোলায় পৌঁছানোর পর তাকে একনজর দেখতে ভিড় জমিয়েছেন স্বজনসহ এলাকাবাসী।