ভেসে এলো ট্রলার, সঙ্গী নিখোঁজ জেলের মরদেহ

পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা সমুদ্র সৈকতে মাছ শিকারে গিয়ে ডুবে যাওয়া ট্রলারসহ এক নিখোঁজ জেলের মরদেহ ভেসে এসেছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে স্থানীয়রা মরদেহ ও ট্রলার ভাসতে দেখে নৌ-পুলিশকে খবর দেন।

ট্রলারের মধ্যে ভেসে আসা ওই জেলের নাম ইদ্রিস হাওলাদার (৫০)। মরদেহের পরনে থাকা লাল গেঞ্জি ও কালো প্যান্ট দেখে তার ভাতিজা সাগর মরদেহ শনাক্ত করেন। এর আগে, গত ২৬ জুলাই বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় তিনি নিখোঁজ হন। 

উল্লেখ্য, ২৫ জুলাই মহিপুর থেকে ১৫ জেলে নিয়ে গভীর সমুদ্রে যায় ট্রলারটি। পরদিন ঝড় ও ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। ৯ জন জীবিত উদ্ধার হলেও নিখোঁজ হন ৬ জন। এর মধ্যে নজরুলের মরদেহ ১ আগস্ট এবং ইদ্রিসের মরদেহ ৭ আগস্ট পাওয়া গেল। এখনও ৪ জেলে নিখোঁজ রয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন ট্রলার মাঝি আবদুর রশিদ, রফিক, হারুন ও কালাম।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, ডিসি পার্ক সংলগ্ন সাগরে ট্রলার ও এক জেলের মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের মাধ্যমে খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। মৃত ব্যক্তির পরনে ছিল লাল গেঞ্জি ও কালো প্যান্ট, যা দেখে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। মরদেহটি সুরতহাল শেষে আইনি প্রক্রিয়ার জন্য প্রেরণ করা হয়েছে।