জেলের জালে ধরা পড়লো বিরল অ্যাঞ্জেলফিশ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে বিরল এক সামুদ্রিক মাছ ‘অ্যাঞ্জেলফিশ’। রোববার (১০ আগস্ট) সকালে মহিপুর মৎস্য বন্দরে মাছটি নিয়ে এলে স্থানীয়দের মাঝে দেখা দেয় চাঞ্চল্য। রঙিন ও আকর্ষণীয় এই মাছটি সচরাচর বাংলাদেশ উপকূলে দেখা যায় না।

মাছটির বৈজ্ঞানিক নাম পোমাক্যান্থাস ইম্পেরেটর (Pomacanthus imperator)। এটি সাধারণত উষ্ণমণ্ডলীয় প্রবালপ্রধান অঞ্চলে বাস করে। ধরা পড়া মাছটির আকার প্রায় ১৬ ইঞ্চি। গায়ে গাঢ় নীল পটভূমির ওপর হলুদ অনুভূমিক দাগ এবং মুখে নীল-কালো মাস্কের মতো প্যাটার্ন রয়েছে, যা একে করে তুলেছে অত্যন্ত দৃষ্টিনন্দন।

জেলে আনোয়ার জানান, গত ৪ আগস্ট ‘এফবি জারিফ তারিফ’ নামের একটি ফিশিং ট্রলারে অন্যান্য মাছের সঙ্গে এই বিরল মাছটিও ধরা পড়ে। তবে সে সময় মাছটির গুরুত্ব বা পরিচয় তারা বুঝতে পারেননি। পরে বন্দরে আনার পর বিষয়টি আলোচনায় আসে।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী সোবহান শিকদার বলেন, এমন মাছ আমি জীবনে দেখিনি। দেখতে একদম অ্যাকুরিয়ামের রঙিন মাছের মতো। বাসায় সবাইকে দেখানোর জন্য ছবি তুলে রেখেছি।

আরেক ব্যবসায়ী ছগির আকন বলেন, প্রথম দেখায় মাছটি বাসায় নিয়ে যাই। তবে এটি খাওয়ার উপযোগী কিনা জানি না।

ওয়ার্ল্ডফিশ-বাংলাদেশ'র গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, এটি অত্যন্ত রঙিন ও সৌন্দর্যময় এক সামুদ্রিক মাছ। সাধারণত ভারত ও প্রশান্ত মহাসাগরের প্রবালপ্রধান অঞ্চলে পাওয়া যায়। ৪০ সেন্টিমিটার পর্যন্ত বড় হয় মাছটি।

তিনি আরও বলেন, আমাদের উপকূলীয় জলসীমায় প্রবাল প্রাচীর না থাকায় এ ধরনের মাছ সচরাচর পাওয়া যায় না। তবে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর, বিশেষ করে আন্দামান সাগর সংলগ্ন কিছু প্রবাল এলাকা রয়েছে, যেখানে এ ধরনের মাছ পাওয়া সম্ভব।

তার মতে, জলবায়ু পরিবর্তন ও সমুদ্রস্রোতের ধরন পরিবর্তনের কারণে কিছু সামুদ্রিক প্রজাতি তাদের আবাসস্থল প্রসারিত করছে। এরই ফল হিসেবে হয়তো এ মাছ এখন বাংলাদেশের জলসীমায় দেখা যাচ্ছে।