বড়ইয়া ডিগ্রি কলেজে বিএনপি ঘোষিত ৩১ দফার বই বিতরণ 

ঝালকাঠির রাজাপুরে বড়ইয়া ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মোরামতের ৩১ দফার বই বিতরণ করা হয়েছে।

গত রোববার (১৭ আগাস্ট) দুপুরে বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামালের নির্দেশনায় ব্যবসায়ী ও সাবেক ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদের সহযোগিতায় এ আয়োজন করেন রাজাপুর উপজেলা ছাত্রদল, বড়ইয়া ইউনিয়ন ছাত্রদল, বড়ইয়া ডিগ্রি কলেজ ছাত্রদল এবং আবদুল মালেক ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতারা। 

এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়ে শেষ হওয়ার পর প্রায় ৪০০ পরীক্ষার্থীর মাঝে এই ৩১ দফার বইসহ পানি ও হালকা নাস্তা বিতরণ করা হয়েছে।

এ সময় ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মোরামতের ৩১ দফার বই বিতরণের উদ্যোগ একটি সুন্দর উদ্যোগ। আমি তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ভাইয়ের নির্দেশনায় এ ধরনের প্রোগ্রাম ভবিষ্যতে যেন বাস্তবায়ন করতে পারি এ জন্য নেতাকর্মীদের আবশ্যই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

এছাড়াও বিএনপিকে উজ্জীবিত করার জন্য অঙ্গ সংগঠনের সাথে আমরা যারা রয়েছি, তাদের সাধারণ মানুষকে বোঝাতে হবে। এখনো বিএনপির বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্র শক্তহাতে মোকাবেলা করতে হবে।

রাষ্ট্র কাঠামো মোরামতের ৩১ দফা বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসিম সোহেল, বড়ইয়া ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুনায়েদ মোর্শেদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, বড়ইয়া ডিগ্রি কলেজের ছাত্রদলের সভাপতি সাফওয়ান কিবরিয়া মুন্না, সাধারণ সম্পাদক সায়েম হাওলাদার, আব্দুল মালেক ডিগ্রি কলেজের ছাত্রদলের সভাপতি জহিরুল ইসলাম জিহাদ, সাধারণ সম্পাদক আরাফাত, যুবদল নেতা সানাউল হাসান অপুসহ বড়ইয়া ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতারা।