বঙ্গোপসাগরে মাছধরা ট্রলার ডুবি: ১৪ জেলে উদ্ধার, নিখোঁজ ৬

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর সংলগ্ন বঙ্গোপসাগরে ২০ জেলেসহ এফ.বি মায়ের দোয়া নামের একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটছে। ৫দিন পর সেই ট্রলারে থাকা ১৪ জেলেকে অন্য দুটি ট্রলার উদ্ধার করেছে। এখানো নিখোঁজ আছেন ৬ জেলে।

গত রবিবার ভোররাতে বঙ্গোপসাগরের শেষ বয়ার ৯০ কিলোমিটার গভীরে উত্তাল ঢেউয়ের তান্ডবে এ দুর্ঘটনা ঘটে। বুধবার দুপুরে বঙ্গোপসাগরের পাইপ বয়া সংলগ্ন এলাকা থেকে একটি মাছধরা ডিঙ্গি ট্রলারের জেলেরা ডুবে যাওয়া ট্রলারের ১৩ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে।

এর আগে সকালে পায়রা বন্দরের ২০ কিলোমিটার গভীর সাগর থেকে অপর একটি মাছধরা ট্রলারের জেলেরা আরও ১ জেলেকে উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেরা কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এখনো নিখোঁজ  ৬ জেলে হলেন- আবু তাহের( ৫৫), কামাল(৩৫), রিয়াজ উদ্দিন(২২), তমিজ (১৮), সোহাগ (২০) ও শাহাবুদ্দিন (৪৫)। সকল জেলে চট্রগ্রামের বাঁশখালি এলাকার বাসিন্দা।

উদ্ধারকৃত জেলেরা জানান, গত শনিবার চট্রগ্রামের বাঁশখালি থেকে ওই ট্রলারটি নিয়ে এসব জেলেরা বঙ্গোপসাগরে মাছ শিকারের উদ্দেশ্যে যান। ট্রলারটি ডুবে যাওয়ার পর তারা প্লাষ্টিকের পানির ড্রাম নিয়ে সমুদ্রে ভেসে থাকার পর তাদের উদ্ধার করা হয়।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য কোষ্টগার্ডকে অবহিত করা হয়েছে।