খবর সংযোগে সংবাদ প্রকাশের পর শিশু নুহামনির দায়িত্ব নিলেন প্রবাসী

দেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম 'দৈনিক খবর সংযোগ' পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিরল চর্মরোগে আক্রান্ত শিশু নুহামনির চিকিৎসার সকল দায়িত্ব নিয়েছেন সৌদি প্রবাসী আবুল কাশেম। 
 
গত সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সৌদি আরব থেকে মোবাইল ফোনে ভিডিওকলে শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে চিকিৎসার সকল দায়িত্ব নেন তিনি। এরপর শুক্রবার (২২ আগস্ট) রাতে শিশুটিকে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। এতে খুশি শিশুটির পরিবার ও স্থানীয়রা।
 
এর আগে, গত ১৮ আগস্ট দৈনিক খবর সংযোগ পত্রিকায় 'বিরল রোগে আক্রান্ত নুহামনির চিকিৎসার টাকা নেই মা-বাবার' শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা হলে প্রবাসী আবুল কাশেমের নজরে পড়ে। পরে তিনি শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে চিকিৎসার সকল দায়িত্ব নেবেন বলে জানান।
 
প্রবাসী আবুল কাশেম ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবত সৌদি আরবে প্রবাস জীবন কাটাচ্ছেন। এর আগেও তিনি একাধিক মানবিক কাজে সহযোগিতা করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।
 
মানবিক এই মানুষটি দৈনিক খবর সংযোগকে বলেন, শিশুটির শারীরিক অবস্থার কথা শুনে আমার খারাপ লেগেছে। সঠিক চিকিৎসা পেলে শিশুটি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবে। তাই শিশুটির চিকিৎসার সকল দায়িত্ব আমি বহন করবো। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।
 
এদিকে শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়ে প্রসংশায় ভাসছেন প্রবাসী আবুল কাশেম। শিশু নুহামনির পরিবার ও স্বজনরা তাকে প্রাণভরে দোয়া করছেন। খুশি হয়েছেন স্বজনসহ স্থানীয়রা। 
 
শিশুটির দাদী বিনু বেগম বলেন, যিনি আমার নাতনীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন তার জন্য নামাজ পড়ে আল্লাহর নিকট দোয়া করছি। এ সময় তিনি দৈনিক খবর সংযোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।